আরিফিন শুভ। মডেল ও অভিনেতা। সম্প্রতি বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে তার। এ ছবি অন্যান্য প্রসঙ্গে ও কথা হয় তার সঙ্গে-
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের [বিএফডিসি] ওয়েবসাইটে ‘বঙ্গবন্ধু’ ছবির একটি শিল্পী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করবেন। এ চরিত্র নিয়ে আপনার সঙ্গে আগে থেকেই কোনো কথা হয়েছিল?
পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যে ছবি নির্মাণ করতে যাচ্ছেন, সেখানে আমি মূল চরিত্রে অডিশন দিয়েছিলাম। অডিশনের সময়ই বলা হয়েছিল, ১৭ মার্চ এ বিষয়ে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। তার আগে সবাইকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। তাই ১৭ মার্চের আগে ‘বঙ্গবন্ধু’ ছবি নিয়ে কিছু বলা যাবে না। আমিও এ নিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাই না।
এর আগে একটি মঞ্চ নাটকে আপনি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিলেন?
হ্যাঁ। অস্ট্র্রেলিয়ার সিডনিতে অনুষ্টিত বৈশাখী আয়োজনে ‘আমি তোমার পিতা’ শিরোনামের একটি নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছিলাম। বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে স্থানীয় এএনজেড স্টেডিয়ামে ২০১৭ সালের ১৩ মে নাটকটির মঞ্চায়ন হয়। এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু জাতির পিতার চরিত্রে অভিনয় করার ভাগ্য আমার হয়নি। ‘আমি তোমার পিতা’ নাটকে জাতির পিতা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছি। শত শত লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে সরাসরি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দিয়েছি। আমার জীবনের সেরা ঘটনার একটি এটি।
‘বঙ্গবন্ধু’ ছবির শিল্পী তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে কেউ কিছু বলেনি?
অনেকেই ফোন করে বলেছেন। তবে বিষয়টি নিয়ে যেহেতু আমি একটি কমিটমেন্টের মধ্যে আছি, তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।
এ সময়ে আর কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। ছবির শুটিং শেষ। আর কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী ঈদে নির্মাতারা ছবিটি মুক্তি দিতে পারবেন। এ ছবির কাজের পাশাপাশি একটি বিজ্ঞাপনের কাজ করছি। একটি মুঠোফোনের শুভেচ্ছাদূত হয়েছি কিছুদিন আগে। এখন সেই পণ্যের প্রচারণায় অংশ নিচ্ছি। এছাড়াও আরও কিছু কাজের কথা হয়েছে। সময় সুযোগ বুঝে সে কাজগুলো করার ইচ্ছা আছে।