অনলাইন ডেস্ক
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ঈদুল আজহার তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়। র্ধমমন্ত্রী মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় র্ধম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে ঈদুল আজহা হবে ২২ আগস্ট।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন পশু কোরবানি দেন মুসলমানরা। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে। ২২ আগস্ট ঈদুল আজহা ধরে ২১, ২২ ও ২৩ আগস্ট ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.