দেশে-বিদেশে বিভিন্ন পেশায় লক্ষ্মীপুর জেলার সফল ২০ তরুণকে সংবর্ধণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘তবু মাথা নোয়াবার নয়’ স্লোগানে ‘৩য় লক্ষ্মীতারুণ্য উৎসব’র আয়োজন করেছে জেলার তরুণ পেশাজীবীদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’।
আগামী ৬ মার্চ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বিআরটিএ’র চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।
উৎসবে দেশের প্রথম নারী গভর্নমেন্ট প্লিডার ও রত্নগর্ভা মা অ্যাডভোকেট সেলিনা আখতারকে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। লক্ষ্মীতারুণ্য উৎসবের তৃতীয় আয়োজনের আহ্বায়ক র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম।
উৎসবে অংশ নেবেন দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২০ তরুণ। ২০১৬ সালে প্রথম লক্ষ্মীতারুণ্য উৎসব আয়োজন করা হয়। ওই বছর সম্মাননা দেওয়া হয় ১৬ তরুণকে। পরে ২০১৭ সালে ২য় লক্ষ্মীতারুণ্য উৎসবে আরও ১৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল