দর্পণ ডেস্ক :
বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিকের অভিমত, প্রেসিডেন্ট হিসেবে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ ট্রাম্প। আর তার বিরুদ্ধে শিগগিরই অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিৎ- এই অভিমত ৪৯ ভাগ মার্কিনির।
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। শুক্রবার ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজ যৌথভাবে এ জনমত জরিপের ফল প্রকাশ করে। গত ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত পরিচালিত জরিপে অংশ নেন এক হাজারের বেশি মানুষ।
জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছেন মাত্র ৩৬ শতাংশ মার্কিনি। ৫৩ শতাংশ অংশগ্রহণকারীর দাবি, দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সম্প্রতি দুর্নীতির দায়ে বিচারাধীন সাবেক ব্যক্তিগত আইনজীবী পল ম্যানাফোর্টের বিচার প্রক্রিয়ার বিরোধিতা করায় আবারো প্রশ্নবিদ্ধ তার ভূমিকা।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.