অনলাইন ডেস্ক :
পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের। ‘দ্য গ্রেটেস্ট শো অব আর্থের’ ৬৪ ম্যাচ এবং ৩২ দলের খেলা দেখার অপেক্ষা ফুরিয়েছে। লুঝনিকি স্টেডিয়াম দর্শকদের কাট ফাটা ধ্বনিতে গমগম করতে শুরু করেছে। স্বাগতিক রাশিয়ার প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আর সেজন্য শুরুর ম্যাচে সৌদিকে হারাতে হবে তাদের।
সৌদি আরব অবশ্য র্যাকিংয়ে রাশিয়ার থেকে এগিয়ে। কিন্তু রাশিয়ার জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে দ্য গ্রিন ফ্যালকনরা কেমন খেলে দেখার থাকবে সেটা। তবে সৌদি আরবের এই ম্যাচ থেকে বড় প্রাপ্তি উদ্বোধনী ম্যাচ খেলা। রাশিয়া বিশ্বকাপ আয়োজন করে উঠে গেছে ইতিহাসে। আর সেই ইতিহাসের শুরুর দিকে থাকবে সৌদি আরবের নাম।
বোরনায়া খ্যাত রাশিয়া অবশ্য উদ্বোধনী ম্যাচ জয়ের জন্য ইতিহাস থেকে আশা খুঁজতে পারে। স্বাগতিক দেশ এ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে হারেনি। আর সেই ইতিহাস অক্ষুন্ন রাখতেই মাঠে নামবে রাশিয়া। তবে এ ম্যাচে রাশিয়ার জন্য চমক দেশটির ৩৮ বছর বয়সী সের্গেই ইগনাশোভিচ। ইনজুরি কারণে মাস খানেক আগেই অবসর নিয়েছিলেন তিনি।
শুরুর ম্যাচের জন্য রাশিয়া দল সাজিয়েছে ৪-২-৩-১ ফর্মেশনে। আর সৌদি আরব তাদের দল সাজিয়েছে ৪-১-৪-১ ফর্মেশনে। স্বাগতিকদের চেয়ে আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছে মধ্যপাচ্যের দেশটি। রাশিয়ার ওপরে স্বাগতিক হিসেবে বেশ চাপ আছে। শেষ সাত ম্যাচে তারা কোন জয় পায়নি। আর সৌদি আরবের জয়ের খরা আরও বেশি। ২০১৮ সালেই কোন জয়ের দেখা পায়নি দ্য গ্রিন ফ্যালকন্সরা।
রাশিয়া একাদশ: অ্যাকিনফিভ, মারিয়ো ফার্নান্দেস, ইগনাশোভিচ, কুতেপোভ, ইউরি গাজনস্কি, জিরকোভ, জুবনিন, সামিদভ, জাগোয়েভ, গোলোভিন, ফিওদর চালভ।
সৌদি আরব একাদশ: আব্দুল্লাহ আল মায়ূফ, মোহাম্মদ ব্রেইক, আল শাহরানি, ওসামা হাসাও, ওমার হাওসাওয়ে, আবদুল্লাহ আতিফ, সায়েম আল ডাওসারি, আল ফারাজ, আল জসিম, আল সেহরি, আল সালাউহ।