অনলাইন ডেস্ক : জাপান ২-০ বেলজিয়াম। ৪ মিনিটে ২ গোল দিল জাপান।শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে গোল শুন্য ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় এশিয়ার পরাশক্তি জাপান। গোলটি করেন জাপানের মিডফিল্ডার হারাগুচি। আবার ৪ মিনিট পরে দলকে এগিয়ে নেন তাকাশি ইনুই।

আত্মবিশ্বাসী বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে মাঠে নেমেছে এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান। ফর্মের তুঙ্গে রয়েছে বেলজিয়াম, প্রথম পর্বের ৩ ম্যাচেই জয় পায় তারা।
প্রতিপক্ষ জাপানের রয়েছে ভারসাম্যপূর্ণ দল। জাপান ১ জয় ১ ড্র ও ১ হারে চমক দেখিয়েই টিকিট কাটে দ্বিতীয় রাউন্ডের।

রোস্তভে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি বাংলাদেশ সময় রাত ১২ টায়। শেষ আটে নাম লেখাতে রেড ডেভিল খ্যাত বেলজিয়াম ৩-৪-২-১ এবং এশিয়ার পরাশক্তি সূর্য উদয়ের দেশ জাপান খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।


বিরতির পরেই জ্বলে ওঠে জাপান। বেলজিয়ামের জালে বল জড়িয়ে ২-০ গোলে এগিয়ে রয়েছে জাপান।

বেলজিয়াম একাদশ : থিবাত কুর্তোস (গোলরক্ষক), ভিনসেন্ট কোম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, ইয়ানিক ক্যারাসকো, থমাস মিউনার, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ড্রাইস মারটেন্স।

জাপান একাদশ : ইজি কাওয়সিমা (গোলরক্ষক), জেন সোজি, মায়া ইয়োশিদা, ইউতো নাগাতোমো, হিরোকি সাকাই, শিনজি কাগাওয়া, গাকু শিবাসাকি, মাকোতো হাসেবি, ইউয়া ওসাকো, তাকাশি ইনুই, জেনকি হারাগুচি।