দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কলাপাড়ায় পৌরশহরে দুই ব্যবসায়ী ও পাঁচজন পথচারীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে । সোমবার দুপুরের পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুমাইয়া কফি হাউস এর সত্বাধিকারি মো: ফারুক মোল্লাকে ৩৫ হাজার টাকা, চা দোকানি হানিফ মোল্লাকে ৫০০ টাকা ও মাস্ক পরিধান না করায় ৫ পথচারিকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি দেবনাথ, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ সিকদার ও কলাপাড়া থানার এস আই আক্তার হোসেন ও সাংবাদিক রেহান উদ্দিন রেহান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, সাস্ব্যবিধি মানতে বার বার মাইকিং করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানার কারনে ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা করা হয়েছে। করোনা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।