সোমবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অবহিতকরণ সভায় এসব কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের ‘জনসেবায় উদ্ভাবন’ ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলগতভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ অর্জন করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কোভিড ১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ প্লাটফর্মের জন্য এ পদক প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় দেশে আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ডিজিটাল বাংলাদেশের সফলতা সুরক্ষার মাধ্যমে সহজেই দেশের মানুষ অনুধাবন করতে পেরেছে। এছাড়া বিশ্বের কাছে একটি আত্মনির্ভরশীল, টেকসই ডিজিটাল হিসেবে প্রকাশ পেয়েছে বাংলাদেশ।
পলক বলেন, প্রতিটি পুরস্কার ও সম্মাননা মানুষকে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। তরুণ উদ্যোক্তাদের কাছে সুরক্ষা প্ল্যাটফর্ম উৎসাহ ও অনুপ্রেরণা জায়গা। উৎসাহ ও স্পৃহা নিয়ে নতুন নতুন উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ৪১ তথা উন্নত, টেকসই, সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।