দিনাজপুরের নবাবগঞ্জে দু’পক্ষের বন্দুকযুদ্ধে রফিকুল ও ওয়াজেদ নামের দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের ওসি (তদন্ত)-সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু গুলির খোসা ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছেন। 

এঘটনায় নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামসুল ইসলাম, এসঅই রিমেল, সিপাহী তুষার ও কাদের নামে চার পুলিশ আহত হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রফিকুল ইসলাম গাইবান্দা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার ও ওয়াজেদ হোসেন দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, রফিকুল ও ওয়াজেদকে নামে দুই ডাকাতকে গত বুধবার সন্ধ্যায় গাইবান্ধা ও পীরগঞ্জ থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুড়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা ডাকাতরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। এসময় রফিকুল ও ওয়াজেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই রফিকুল ও ওয়াজেদ মারা যায়।

ওসি আরও বলেন, নিহত দুই ডাকাতের বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ কয়েকটি থানায় প্রায় ৫-৬টি করে ডাকাতি, ছিনতাই, মাদকের মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম