অনলাইন ডেস্ক :

সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালীন বড় ধাক্কা খেল জার্মানি। ম্যাচের ৭১ মিনিট ও ৮৩ মিনিটে পরপর দুটি হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়েন বোয়েটাং।

প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে হেরে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শংকায় ছিল জার্মানি। আজ বাঁচা-মরার ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলতে নেমে উল্টো গোল খেয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে বিরতি থেকে এসে সমতায় ফিরল জার্মানরা। ৪৮ মিনিটের মাথায় রুয়েসের গোলে সমতা আনে জার্মানি। এরপর অতিরিক্ত সময়ে ক্রুসের অবিশ্বাস্য গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে সুইডেন-জার্মানি। বল দখলের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও আক্রমণে কোন ধার ছিল না। এদিকে সুইডিশরা কাউন্টার অ্যাটাকে খেলে বারবার হামলে পড়েছে জার্মান গোল ডি-বক্সে।

জার্মানরা দাপট দেখিয়ে খেললেও সুইডিশদের হুটহাট আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি। তাদের গতির কাছে হার মানতে হয়েছে জার্মানদের। এছাড়া একটি নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় জার্মানি।