‘প্রত্যেকে যদি এব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন এই ধরনের সমস্যা মোকাবেলা করতে আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। আমরা তা পারব।’
রবিবার (৮ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “একটি সমস্যা সারা বিশ্বব্যাপী এখন… সেই করোনাভাইরাস। এই করোনাভাইরাস করতে করতে অনেক দেশ এখন অর্থনৈতিকভাবেও সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা কিন্তু সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয় যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। এক্ষেত্রে আমি বলব সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে।… প্রতিদিনই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে। সবাইকে সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য আমি অনুরোধ করব।”
তিনি বলেন, “প্রত্যেকে যদি এব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন, এই ধরনের সমস্যা মোকাবেলা করতে আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, আমরা তা পারব।”
কভিড-১৯ নাম পাওয়া এই রোগ নিয়ে ‘ঘাবড়ানোর কিছু নেই’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমাদের স্বাস্থ্য সুরক্ষার এই নির্দেশনাগুলো মেনে চলতে সকলকে আমি অনুরোধ জানাচ্ছি।”
গত ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে প্রায় ১০০ দেশ ও অঞ্চলে।
বিশ্বজুড়ে ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ এ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জনের। তিন দেশে অবস্থানরত সাতজন বাংলাদেশি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও বাংলাদেশে এখনও কারও মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।