জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ উদযাপনের সূচনা হয়েছে।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য সহ সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এর আগে উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছালে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন