দপর্ণ ডেস্ক : ভিসার আবেদন বাতিলের একদিনের মধ্যে নতুন ভিসায় ঢাকায় এসেছেন বলিউড তারকা সানি লিওন। সঙ্গে আছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েলও। শনিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান গান বাংলা টিভি চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নেমেছেন সানি লিওন। আগামীকাল সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।
পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওন’র ভিসা বাতিল হয়েছে বলে গতকাল শুক্রবার জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শাপলা মিডিয়ার ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তার ঢাকায় আসার কথা। এর আগে সানি লিওনসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওন’র ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেয়া করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।”
তবে সানি ‘সোলজার’ ছবির কাজেই এসেছেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘আমার ছবির কাজ বন্ধ করে দিয়েছি। সানি আমাদের সঙ্গে কাজ করছেন না। অন্য কারও জন্য এসেছেন কিনা- খোঁজ নিয়ে দেখতে পারেন।’