অনলাইন ডেস্ক  :   সাংবাদিক মো.নূরুল্লাহ খান শাজাহানের বাবা মাওলানা মোফাজ্জল হোসেন খান (রহঃ) এর ৩য় মৃত্যু বার্ষিকী ১৩ই জুলাই শুক্রবার। পরিবারের সকলের জন্য গভীর বেদনা সীমাহীন কষ্ট অার মহান অাল্লাহ্ তায়লার পক্ষ থেকে দেয়া বিরাট এক নেয়ামত হারিয়ে ফেলার দিন ।

২০১৫ সালের ১৩ই জু্লাই সোমবার সকাল ৯:৩০ মিনিট সকলকে কাদিয়ে মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চির বিদায় নেয় সাংবাদিক নূরুল্লাহ খান শাজাহানের বাবা মাওলানা মোফাজ্জল হোসেন খান (রহঃ)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার ৫৫ বছর জীবনে প্রায় ২৫টি বছর তিনি কাটিয়েছেন মুকসুদপুর বাজার জামে মসজিদ, মেঘুলা বাজার মাদ্রাসা এবং নারিশা ইব্রাহীমা মাদ্রাসার কোরঅান হাদিসের খেদমতে।

পরিবারবর্গ সবাই মাওলানা মোফাজ্জল হোসেন খান (রহঃ) এর জন্য দোয়া চেয়েছেন।

অাল্লাহ তায়ালা যেন একান্ত দয়া পরিবেশে তার গোলামের ভুল ক্রটিগুলো ক্ষমা করে দেন। এবং তার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন।

কোরঅানের খেদমতে তার ব্যায়িত সকল সময় দয়া করে কবুল করে নেন।
অার তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন।

অাজ শুক্রবার ১৩ই জুলাই সাংবাদিক মো.নূরুল্লাহ খান শাজাহানের নিজ বাড়িতে তার বাবার জন্য কোরঅান তেলাওয়াত ও দোয়ার অায়োজন করবে।
এদিকে সংযুক্ত অারব অামিরাতের শারজাহ মসজিদে রহমতের মসজিদে শুক্রবার দিন দোয়ার ব্যাবস্থা করা হবে।