অনলাইন ডেস্ক : ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘অচিন মায়া’ গানের মিউজিক ভিডিও। সাম্প্রতিক সময়ে হাবিবের গাওয়া অধিকাংশ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে হাসি-খুশি আর উচ্ছলতা। এবার এক অন্যরকম গান নিয়ে হাজির হয়েছেন হাবিব। গানটি শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে। গানের কথা ও গায়কীতে পাওয়া যায় বিরহের সুর। এ কেমন হয় অচিন মায়ায়, সুখেরই মতন গহন ব্যথায়, জড়ালি আমায়, মন বলি শোন তুই কি এখন, মন রাঙাবার গান হবি আবারÑ এমনই কথার গানটি লিখেছেন গুঞ্জন রহমান। এতে মডেল হয়েছেন আয়েশা মারজানা। ভিডিওটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী অদিত।
গানটির ভিডিওতেও আছে নতুনত্ব, লোকেশন, গেটআপ আর চরিত্রের চমক। কিছুদিন আগে ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানে নিজের নতুন ভিডিওর কাজ করেছিলেন হাবিব। গানটি প্রকাশ করেছে গানচিল মিউজিক। গানটি নিয়ে হাবিব বলেন, ‘চাইলে গানটির ভিডিও আমরা গাজীপুরের শালবনেও করে ফেলতে পারতাম! কিন্তু বৈচিত্র্যের খোঁজে অনেক পয়সা খরচ করে দলবল নিয়ে গিয়েছি ফটিকছড়িতে। কারণ, নতুন কিছু করতে চেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, এ বছরের শুরুতে ‘চলো না’ শিরোনামের গান দিয়ে বেশ আলোচিত হয়েছিলেন হাবিব। ‘ঝড়’ গানটিও মুগ্ধ করে শ্রোতাদের।