–মোঃ ফিরোজ খান
আমি বনলতার মতোই জড়িয়ে আছি মাতৃভূমিতে
তাইতো মনে আছে ভালোবাসার ছোঁয়া মিলেমিশে
আমি অন্য রূপে রূপান্তরিত হয়েছি মায়ের বুকেতে
তাইতো জীবন পেলো তারুণ্যের সুখটুকু খুঁজে।
—
সুখের সঙ্গী পেয়েছি খুঁজে এই ভূবনের শেষ প্রান্তে
কত কষ্টের পরে পেলাম স্বাধীনতার শান্তির দেখা
সেই সাত সমুদ্র নদী-নালা পেরিয়ে মাতৃভূমির টানে
আমি পেয়েছি জীবনে সুখ সবুজের সমারোহে।
—
যদি মনের কষ্টটুকু দূর করতে চাই এক নিমিষেই
কোটি টাকার পিছনে না ঘুরে ছুটবো সবাই মিলে
মাতৃভূমির বুকে মায়ের ভালোবাসার ছোঁয়া পেতে
তখনই পাবো অজানা সুখ খুঁজে মায়ের কোলেতে।
—
জীবন সত্যিই অনেক সুখের পরশে ঘেরা থাকে
সেই সুখটুকু পেতে খুঁজে নিবো গাঁয়ের মাটিকে
আমার সবুজ সোনার বাংলাদেশ সত্যিই মুগ্ধময়
জীবনের সবটুকু সুখ আছে জড়িয়ে গ্ৰামের বুকে।