অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সব ক্রিকেটারই যে পরবর্তীতে দাদাগিরি করতে পারেন তা নয়। তবে এমন অনেক সুপারস্টার আছেন যারা এই টুর্নামেন্ট থেকেই উঠে এসেছেন। আমরা দেখে নেবো ক্রিকেট বিশ্বের যেসব নামীদামি ক্রিকেটার উঠে এসেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে।
অস্ট্রেলিয়া
মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট, জর্জ বেইলি, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশ
রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল।
ইংল্যান্ড
মাইক আথারটন, নাসের হুসেইন, অ্যালিস্টার কুক, গ্রায়েম সোয়ান, ইয়ন মর্গান, জো রুট, জস বাটলার।
ভারত
বীরেন্দর শেবাগ, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, পীযুশ চাওলা।
নিউজিল্যান্ড
ক্রিস কেয়ার্নস, ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, কেন উইলিয়ামসন, কাইল মিলস, টম লাথাম।
পাকিস্তান
ইনজামাম-উল-হক, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, সালমান বাট, আজহার আলী, সরফরাজ আহমেদ।
শ্রীলঙ্কা
সনাৎ জয়সুরিয়া, থিলিনা কান্দাম্বি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে।
সাউথ আফ্রিকা
গ্রায়েম স্মিথ, ইয়োহান বোথা, হাশিম আমলা, ডিন এলগার, কুইন্টন ডি কক।
ওয়েস্ট ইন্ডিজ
জিমি অ্যাডামস, ব্রায়ান লারা, রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, দিনেশ রামদিন, ব্রাভো, ড্যারেন গঙ্গা, রিডলি জ্যাকবস, ড্যারেন সামি, জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস।
জিম্বাবুয়ে
টাটেন্ডা টাইবু, প্রসপার উতসেয়া, ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার।