দর্পণ ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন। সোমবার দিল্লির একটি আদালত ৫০ হাজার রুপি জামানতে এই তারকাকে ২২ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। প্রধান আসামি ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে এই মামলায় নাম আসে শ্রীলঙ্কার এই সুন্দরীর। পরে ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) নজরদারিতে থাকা অবস্থায় বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদও করে সংস্থাটি। প্রথমে অর্থ কেলেঙ্কারি হিসেবে জ্যাকুলিনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছিল। পরে চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয় ‘কিক’খ্যাত অভিনেত্রীকে।
ইডি চার্জশিটে জানিয়েছে, সব জেনেই সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকুলিন। অভিনেত্রী স্বীকার করেছেন, কারাগারে থাকা সুকেশ ডিজাইনার লিপাক্সিকে প্রচুর অর্থ দিয়েছিলেন তার জন্য এক্সক্লুসিভ পোশাক বানাতে। সঙ্গে অভিনেত্রী এও স্বীকার করে নিয়েছেন চেন্নাইসহ দেশের অনেক শহরের বড় বড় হোটেলে তিনি দেখা করেছিলেন সুকেশের সঙ্গে।
এদিকে, ইডির দাবি, শুধু জ্যাকুলিনই নন, তার পরিবারও সুকেশের থেকে সাহায্য নিয়েছে। তিনি নাকি কয়েক মাসে ৭ কোটি রুপির বেশি উপহার ও অর্থ নিয়েছিলেন সুকেশের কাছ থেকে।