নোরা ফাতেহির সৌন্দর্য এবং নাচে মুগ্ধ বলিউডসহ তামাম দুনিয়া। নোরার আকর্ষণীয় ফটোশ্যুটে ভক্তদের ঘুম উধাও হয়ে যায়। সম্প্রতি অন্তর্বাস ছাড়া কালো পোশাকে নোরার একাধিক হট লুক সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অসংখ্য ভক্তহৃদয়ে কালো রঙের ব্যাকলেস পোশাকে আগুন জ্বালিয়েছে নোরা ফতেহি।
কীভাবে অন্তর্বাস ছাড়া ফিনফিনে পোশাকে নোরার স্পষ্ট শরীর নিয়ে রাস্তায় বেরোলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।