দর্পণ ডেস্ক : কয়েক দিন ধরে শোবিজ অঙ্গনে একের পর এক বিষয় নিয়ে চলছে তর্ক-বির্তক। হালের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিম মেতেছেন বাকযুদ্ধে। বিষয় পরীর স্বামী শরিফুল রাজ। এবার একই বিষয় নিয়ে দ্বন্দ্বে মাতলেন অপু বিশ্বাস ও বুবলী।
মঙ্গলবার দুপুরে বুবলী তার ফেসবুকে শাকিব খানের দেয়া উপহারের ডায়মন্ডের নাকফুল নিয়ে একটি পোস্ট দিলে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লিখলেন, ‘কী যে মজা।’ অপুর খোঁচর পর আজ বুধবার সকালে শবনম বুবলীও তার ফেসবুকে লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে। এটাই তো আপনার মজা, তার শয়নে স্বপনে শুধুই আপনি। হাহাহা।’ সামাজিক মাধ্যমে দুই নায়িকার এমন লড়াইয়ে সামিল হচ্ছেন নেটিজেনরাও। তারা নিজেদের মতো করে মুখরোচক মন্তব্য করছেন অপু-বুবলীর পোস্টে। তবে এই প্রসঙ্গে এখনো নিশ্চুপ শাকিব খান। জয়-বীরের বাবা এ নিয়ে কোনো পতিক্রিয়াই দেখাচ্ছেন না।