দর্পণ ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা রিহানা তার ছেলেকে প্রকাশ্যে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের মুখ প্রকাশ করেছেন গায়িকা। জন্মের সাত মাস পর ভক্তদের উদ্দেশ্যে রিহানা তার শিশু সন্তানের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ৩৪ বছর বয়সী গায়িকা তার বাচ্চা ছেলের কিছু ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন টিকটকে।
ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে তার স্বামী র‌্যাপার এসাপ রকির সাথে শেয়ার করেছেন গায়িকা। ভিডিওতে দেখা যাচ্ছে, তার ছেলে গাড়িতে চড়ে তার সাথে ভ্রমণ করছে। সিটবেল্ট বাধা রিহানার শিশু ছেলেটির মুখজুড়ে মিস্টি হাসি। এরপর সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায় এবং কিছুক্ষণ পর ক্যামেরার দিকে ফিরে চমৎকার একটি অভিব্যক্তি প্রকাশ করে। আদুরে চাউনিতে মুগ্ধ করে মা রিহানাকে।
কিছুদিন আগেই একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে সুপারস্টার গায়িকা তার প্রেমিকের সাথে আরেকটি বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রিহানার ঘনিষ্ট এক সূত্র গায়িকা সম্পর্কে জানিয়েছিলেন যে, “রিহানা এবং এসাপ রকি একসঙ্গে সেরা সময় কাটাচ্ছেন। বাচ্চা ছেলের বাবা-মা হওয়ার ক্ষেত্রেও তারা সফল। ” সূত্রটি আরো বলেছেন যে, “বিশ্বব্যাপী ২৫০ মিলিয়নেরও বেশি বিক্রয়ের রেকর্ড গড়া প্রতিভাবান এই সুপারস্টার সর্বদা একজন মা হওয়ার স্বপ্ন দেখেছেন। এখন একজন গর্বিত মা হিসেবেই তার সন্তানকে লালন-পালন করছেন। তিনি ভবিষ্যতে এসাপ রকির সাথে আরো সন্তান নিতে চান। তাদের জুটি অসাধারন।
এর আগে মাতৃত্বকে ‘সর্বোত্তম অনুভূতি’ আখ্যা দিয়ে রিহানা বলেছিলেন, “মাতৃত্বের মতো অনুভূতি আর নেই। আমি এটি বর্ণনা করতে পারব না। এটি আমার কাছে নতুন এবং সর্বোচ্চ আকর্ষণীয় একটি বিষয়। প্রতিটি পদক্ষেপ যেন নতুন একেকটি মাইলফলক। আমি মাতৃত্বকে ভালোবাসি। একজন ভালো ও সফল মা হতে চাই।’ সূত্র : ডেইলি মেইল ইউকে