মৌসুমী এবং সানি একসঙ্গে পরিবারের সঙ্গে খাবার টেবিলে বসে খাচ্ছেন। ছবি: সংগৃহীত

তবে মৌসুমী পক্ষ নিয়েছেন জায়েদের। জায়েদ খানকে ভালো ছেলে এবং স্বামীকে সানি ‘ভাই’ বলে সম্বোধন করে গণমাধ্যমে বার্তা পাঠান মৌসুমী। হতে থাকে জলঘোলা।

অন্যদিকে পিস্তল ধরার বিষয়টি নিয়ে সমিতিতেও অভিযোগ করেন ওমর সানি। জানান, জায়েদ তার সুখের সংসার ভাঙার চেষ্টা করছে। তবে তার সুখের সংসার যে আর ভাঙছে না তা বোঝা গেলো বৃহস্পতিবার (১৬ জুন) ওমর সানির একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

মাঝরাতে ওমর সানির ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মৌসুমী এবং সানি একসঙ্গে পরিবারের সঙ্গে খাবার টেবিলে বসে খাচ্ছেন। টেবিলে দেখা যায় ছেলে ফারদিনসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও। ক্যাপশনে সানি লিখেছেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর ছবির নিচে সানি এবং মৌসুমীর ভক্তদের নানান সব মন্তব্য। প্রায় সবই এই যুগলের প্রতি শুভকামনা জানিয়ে, তাদের অভিনন্দিত করে।