দর্পণ ডেস্ক : জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গঞ্জালো হিগুয়েইন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে এ বছর শেষেই অবসরে যাবেন আর্জেন্টিনার সাবেক তারকা। ২০২০ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন ৩৪ বছর বয়সী। আর তিনি আশা করছেন নিজের শেষ মৌসুমে দলকে প্লে-অফে ওঠাতে পারবেন।
সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে হিগুয়েন বলেন, ‘ফুটবলকে বিদায় বলার সময় এসেছে। এটা এমন একটা পেশা যা আমাকে প্রচুর দিয়েছে।’
ক্লাব ক্যারিয়ারে হিগুয়েইন পালেরমো, রিভার প্লেট, রিয়াল মাদ্রিদ, নাপোলি, মিলান, চেলসি ও মায়ামির হয়ে দারুণ সময় পার করেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তিনি আরও বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই পালেরমো, রিভার প্লেট, রিয়াল মাদ্রিদ, নাপোলি, মিলান, চেলসি ও মায়ামির সকল কোচিং স্টাফকে। যাদের অধীনে আমি খেলেছি।’ ৩১ বছর বয়সী হিগুয়েইন আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন।
এছাড়া নিজের খেলা সব ক্লাবের হয়ে ৭০৭ ম্যাচে ৩৩৩ গোল ও ১১৩টি গোলে সহায়তা করেছেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদের মতো বড় দলের হয়ে ২৬৪ ম্যাচে ১২১টি গোল করেছেন।