অনলাইন ডেস্ক : একদিকে অবিবাহিত বোনের ‘অন্তঃসত্ত্বা’ নিয়ে বন্ধুদের কটূক্তি, অন্যদিকে বোনের প্রেমিকের হত্যার হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক স্কুল ছাত্র। এমনটাই দাবি করছেন নিহতের পরিবার।
ভারতের মুর্শিদাবাদের অষ্টম শ্রেণীর ছাত্র সাবির শেখ (১৩)। গতকাল বৃহস্পতিবার নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সাবিরের বড় বোনের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল নাজমুল শেখের। কয়েকদিন আগে পরিবারের লোকজন তার বোন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি জানতে পারেন। এ সময় সাবিরের পরিবার তার প্রেমিক নাজমুলকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করলে মেয়ের পরিবার পুলিশের দ্বারস্থ হন। আর এতেই সাবিরকে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাশের গ্রামের নাজমুলের বিরুদ্ধে। সাবিরের মৃত্যুর পরেই এলাকা ছেড়ে পালিয়েছে নাজমুল।

মৃতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন সাবির স্কুলে গেলে তার বোনকে নিয়ে বন্ধুরা নানা কটূক্তি করে। অন্যদিকে তার মা–বাবা থানায় গিয়েছিল বলে নাজমুল খুনের হুমকি দিয়েছিল তাকে। পরে বাড়ি ফেরার পর থেকেই নিশ্চুপ ছিল সাবির। এরপরই নিজের শোয়ার ঘরে যেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে সাবিরের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নাজমুলকে আটকের জন্য অভিযান শুরু করেছে তারা।