অনলাইন ডেস্ক : নিত্যদিনের সাজসজ্জায় পুরুষের অন্যতম প্রথম আকর্ষণ সুগন্ধি। সুগন্ধি ব্যতীত পুরুষের স্মার্টনেস যেন অনেকটাই দমে যায়। আর তাই তো বিলাসবহুল ব্র্যান্ডগুলো তাদের পসরা সাজিয়েছে নানা অভিজাত সুগন্ধি দিয়ে। যেন রোজকার প্রয়োজন, আনন্দ উদযাপন ও জমজমাট অনুষ্ঠানে পুরুষের আভিজাত্য প্রস্ফুটিত হয়।
মিস্টার ব্লুবেরি ইউ দে পারফিউম
লন্ডনের রাতের উত্তেজনা ও মোহনীয়তা দ্বারা অনুপ্রাণিত মিস্টার ব্লুবেরি ইউ দে পারফিউম। উষ্ণ ও বিলাসিতার স্পর্শযুক্ত সুগন্ধি হয়ে উঠে এসেছে পর্যালোচনায়। এতে মিশ্রিত রয়েছে ঝাঁঝালো দারচিনি, অ্যাম্বার ও উন্নত মানের পাঁচৌলি।
টেড বেকার টনিক সিইউ টোয়াইলেট
এ সুগন্ধি সেসব পুরুষের জন্যই উৎসর্গিত, যারা ফ্যাশন ও স্টাইলের বর্তমান সময়কে প্রাধান্য দেন। শহুরে সন্ধ্যাযাপনে উত্ফুল্লতা বাড়াতেই যেন এর আগমন। লেবুজাতীয় ফল, বার্গামট, মরিচ, সিডারউডের সুগন্ধে ভরপুর অভিজাত কালো বোতলে এ সুগন্ধি।
টম ফোর্ড ‘উদ উড’
বিশেষ অনুষ্ঠানে রোজকার ব্যবহূত সুগন্ধি মোটেও উন্মাদনা তৈরি করতে পারে না। তাই বিশেষ দিনগুলোয় সাজসজ্জায় বাড়তি সংযোজন হিসেবে ড্রেসিং টেবিলে ঠাঁই দেয়া যেতে পারে এ মনোরম সুগন্ধিকে। এতে রয়েছে উদের সুগন্ধ, আরো রয়েছে রোজ উড, এলাচ, চন্দনকাঠ ও অ্যাম্বার।
ক্রিড ‘সিলভার মাউন্টেন’ সুগন্ধি
প্যারিসভিত্তিক ফরাসি বহুজাতিক সুগন্ধিঘর ক্রিড নিয়ে এল প্রকৃতি ভালোবাসেন এমন পুরুষদের জন্য সুগন্ধি। এতে রয়েছে বার্গামট, ম্যান্ডারিন, গ্রিন টি, চন্দনকাঠের তরতাজা সুগন্ধ।
ডলচে অ্যান্ড গাব্বানা লাইট ব্লু পোর হোম: এক কথায় বলা চলে, হালকা সুগন্ধের এ সুগন্ধি ভূমধ্যসাগরের স্বচ্ছতা দ্বারা অনুপ্রাণিত। ছুটির দিনগুলোয় ফুরফুরে ভাব আরেকটু যেন বাড়িয়ে দেয় এ সুগন্ধি। এতে রয়েছে লেবু, আপেল, বার্গামট, লাল মরিচের সুগন্ধ।