সে ছিল হল্যান্ডের অন্য একটি অংশে। তবে সে তার অভিজ্ঞতাগুলোকে অবিশ্বাস্য নিখুঁতভাবে বর্ণনা করতে সমর্থ হয়েছিল। এই বর্ণনা থেকে বাইরের পৃথিবীর ঘটনাগুলোর সমান্তরালে একটা কিশোরী মেয়ের ভেতরে কী ঘটছিলো তা স্পষ্ট বোঝা যাচ্ছিল, যে মেয়েটি ক্রমশ একটি নারীতে পরিণত হচ্ছিল…একটি খাঁচার ভেতরে।
সেখানে সে ভুগছিল অবরোধ আতংক (Claustrophobia) হতে। কিন্তু সেটিকে সে অতিক্রম করছিল প্রকৃতির প্রতি ভালোবাসা, মানবিকতা সম্পর্কে তার সচেতনতা এবং জীবনের প্রতি তার আসল ভালোবাসা দিয়ে।”