অনলাইন ডেস্ক : প্রাণীর পীড়া সইতে না পেরে নিরামিষাশী হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী এবং দেশটির ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির সহধর্মিণী অনুশকা শর্মা।

নিরামিষাশী হওয়াটাই তার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি। গত সাড়ে তিন বছর ধরে এভাবে চলছেন তিনি।

পশুদের অধিকার রক্ষা নিয়ে সরব একটি সংস্থার নতুন অভিযানের সঙ্গে যুক্ত আনুশকা। এ অভিযানের প্রচারে গিয়ে অনুশকা শর্মা বলেন, আমি অনুশকা শর্মা এবং আমি নিরামিষাশী। নিরামিষাশী হওয়াটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।

এখন আমি আরও বেশি চনমনে ও তরতাজা। সবচেয়ে বেশি খুশি এই ভেবে যে, আমার খাওয়ার জন্য কোনো প্রাণীকে পীড়া সহ্য করতে হয় না বলে জানান অনুশকা।