আলিম সোহেল, সাভার প্রতিনিধি: Golden bull মানে ‘অরতর’ এটা স্প্যনিশ -ল্যটিন আমেরিকান শব্দ যার অর্থ গরুর মাংসের তৈরি বিভিন্ন ধরনের স্টেক তথা মজাদার খাবারের সমন্বয় গঠিত সুস্বাদু খাবার। এমন জিভে জল আনা খাবার বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, ম্যাক্সিক, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া, নি
এলাকাবাসির অভিমত বিশুদ্ধ ও সত্যিকারের খাবারের মান রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ ধরে রাখতে পারলে অরতর রেষ্টুরেন্ট হবে সাভার-ক্ষেমায়েতপুরবাসির গর্ব তারা আরও আশাবাদী যেহেতু ইতিমধ্যে অরতর রেষ্টুরেন্টের মজাদার খাবারের টানে ছুটে আসছে ঢাকা ও আশপাশের সকল ভোজন রসিক মানুষ তাই তাদের খাবারের এমন মান নিশ্চিত করতে পারলে অচিরেই তারা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের সুনাম ছড়িয়ে পড়বে।হেমায়েতপুরের লালন টাওয়ারের এই অরতর রেষ্টুরেন্ট নিয়ে সাভারবাসির প্রচন্ড আগ্রহ বলে দেয় বিশ্বদরবারে খাবারের জগতে একটি বিশ্বস্ত ব্রান্ড হবে অরতর রেষ্টুরেন্ট।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.