দর্পণ ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে দেয়া স্বীকৃতি প্রত্যাহার করায় অস্ট্রেলিয়া সরকারের ভূয়সী প্রশংসা করেছে । ফিলিস্তিনি কর্তৃপক্ষের নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রী হোসেইন আল-শেখ মঙ্গলবার এক টুইট বার্তায় এই প্রশংসা করেছেন।
টুইটে তিনি বলেছেন, ‘জেরুজালেম আল-কুদসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে সেজন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই।’
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছিলেন, ফিলিস্তিন সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনায়। কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে এই মর্যাদা নির্ধারিত হতে পারে না।
এদিকে, জেরুজালেমের রাজধানীর স্বীকৃতি বাতিল করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অস্ট্রেলিয়ার ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জেরুজালেম ইসরায়েলের চিরন্তন রাজধানী এবং কখনই তা পরিবর্তন হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কেবল আশা করতে পারি যে, অস্ট্রেলিয়ার সরকার অন্যান্য বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে এবং পেশাদারভাবে পরিচালনা করবে।’
ইয়ার লাপিদের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেম ইসরায়েলের চিরন্তন ও অবিচ্ছিন্ন রাজধানী এবং কোনো কিছুই কখনই এটা পরিবর্তন করতে পারবে না।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.