অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলে মাহদি ইসলাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছেন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে (২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলবেন মাহদি। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ওয়েবসাইটে মাহদির নাম প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পত্র পত্রিকা এবং ক্রিকেট ওয়েবসাইটেও মাহদির অস্ট্রেলিয়া কিশোর ইনডোর দলে জায়গা পাবার খবরটি বেশ ভালোভাবেই প্রচারিত হয়েছে। স্কোয়াডেও সবার আগে তার নাম।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিতই খেলছেন মাহদি। ওই দলটির হয়ে এবার ৭ জন সুযোগ পেয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৫ ইনডোর দলে। সেই সাত জনের একজন মাহদি।