এক কিশোরীর গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এ ঘটনার পর কিশোরীর পরিবারকে জিম্মি করে মামলা না করতে চাপ সৃষ্টি করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন খবর পেয়ে সোমবার (২৮ এপ্রিল) রাতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি দেশীয় বড় ছুরি, নগদ তিন হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।
কিশোরীর বড় বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোর গ্যাং গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার সাদেকখান রোডের ৬৩/৩ নম্বর বাসার আন্ডারগ্রাউন্ড ধরে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যরা মেরে পেলার ভয় দেখিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীসহ তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ওই কিশোরী ভয়ে কিছু না বললেও বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা কিশোরীকে জিজ্ঞাসার এক পর্যায়ে বিষয়টি পরিবারের সদস্যদের খুলে বলে। এ ঘটনার পর ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞেস করলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।