কুমিল্লা: কুমিল্লা নগরীর মনোহরপুরে জনবহুল বিপণিবিতান এলাকা ইজাজুল হক (২৮) নামের এক যুবককে অস্ত্র নিয়ে তাড়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।

ইজাজুল হক জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলামের ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের গাবতলী মনিপুর গ্রামে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

তিনি জানান, আমরা শুনেছি টাকার ভাগাভাগি নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান নেমেছে।