ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

আমি একজন সুফিকে নবীর শিক্ষা হতে নেওয়া এই কথাগুলোর অর্থ জানতে চাইলামঃ তোমার সবচেয়ে বড় শত্রু হলো তুমি নিজে।

তিনি উত্তর করলেনঃ তোমার প্রতিটি শত্রুকেই তুমি দয়া ও উদারতা দিয়ে নিজের বন্ধুতে পরিণত করতে পারো, কেবল অহং ছাড়া। একে তুমি যতবেশি প্রশ্রয় দেবে, ততবেশি সে তোমার চরম শত্রুর রূপ ধারণ করবে।