আইন ভঙ্গের অভিযোগে ধর্মেন্দ্রর রেস্তোরাঁ সিলগালা

আইন না মানায় বন্ধ হয়ে গেছে বলিউডের স্বনামধন্য অভিনেতা ধর্মেন্দ্রর একটি রেস্তারাঁ। কাগজপত্রে গোঁজামিল ও নির্মাণে আইন ভঙ্গ করায় হি-ম্যান নামের রেস্তোরাঁটি শুক্রবার সিলগালা করে দিয়েছে হরিয়ানার কারনাল মিউনিসিপাল করপোরেশন। আজ রবিবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

হরিয়ানায় ন্যাশনাল হাইওয়েতে রেস্তোরাঁটির অবস্থান। ধর্মেন্দ্র তার রেস্তোরাঁ ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন দিল্লির ব্যবসায়ী প্রমোদ কুমারকে। 

বিডি প্রতিদিন/ফারজানা