অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। সাধারণ মানুষের পাশাপাশি সেই উন্মাদনায় গা ভাসিয়েছেন তারকারাও। অন্য সবার মতো বিশ্বকাপ জ্বরে সামিল ছিলেন বলিউডের বিগ-বি খ্যাত অমিতাভ বচ্চনও৷ হাজারো ব্যস্ততার ফাঁকে ব্রাজিল বনাম বেলজিয়াম ম্যাচে চোখ রাখতে ভোলেননি বলিউডের শাহেনশা৷

বয়সকে থোরাই কেয়ার করে মোটা পাওয়ারের চমশা চোখে নিয়ম ভেঙে রাত জেগেই টিভির সামনে ম্যাচ দেখতে বসেছিলেন তিনি৷ কিন্তু শনিবারের গভীর রাতে প্রিয় দল ব্রাজিল ছিটকে যেতেই তার কাছে যেন বিশ্বকাপ শেষ হয়ে গেছে৷

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন অমিতাভ৷ সেই টুইটেই স্পষ্ট নেইমারদের হারে তিনি বেশ হতাশ৷ তবে এই হারে ব্রাজিল ভক্ত হিসেবে লজ্জিত নন অমিতাভ৷

টুইটে অমিতাভ লিখেছেন, ‘ব্রাজিলের ব্যাড লাক৷ মাঠে ব্রাজিল ফুটবলাররা তাদের সবটা উজার করে দিয়েছে৷ শেষটা সুখকর হল না৷ সেমিফাইনাল পর্বে বেলজিয়ামের জন্য শুভেচ্ছা রইল৷

তিনি আরও লিখেছেন, এই বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে গেছে, তবে আগামীতেও ব্রাজিলের জার্সিই গায়ে চাপাব৷

পরাজয় ভুলে ব্রাজিলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিগ-বি৷ পরের অন্য একটি টুইটে অমিতাভ লিখেছেন, ২০২২ বিশ্বকাপের অপেক্ষায় রইলাম৷