জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শিক্ষা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বলেন, শিক্ষিত জাতি গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ দিয়েছে। শিক্ষিত জাতিই আগামীতে উন্নত দেশের কাতারে নিয়ে যাবে। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়েছে। দেশে যত বেশি শিক্ষার হার বাড়বে, দেশ ততবেশি উন্নত দেশের কাতারে এগিয়ে যাবে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এ দেশকে শিক্ষিত দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে। গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের কারণে।
রবিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নে বেলবাড়ীস্থ স্কুলের ৪তলা নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বেলবাড়ীস্থ স্কুলের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশল রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেনহাজুল হক, দিনাজপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানবেন্দ্র রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, বেলবাড়ী স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
একই দিন হুইপ দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিলা সদস্যদের সাথে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাগফুরুল হাসান আব্বাসী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন