নিজস্ব প্রতিবেদক:

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বর্তমান সরকার আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। তারা সরাসরি গুলি করছে। এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘সরকার আবার আগের মতো তথাকথিত নির্বাচন করতে চাইলে অবশ্যই প্রতিহত করা হবে।’

অবিলম্বে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন বিএনপির এই নেতা।

মির্জা আব্বাস বলেন, ‘এই নির্বাচন কমিশন আমরা মানি না। এরা নিশিরাতের ভোটের সরকার গঠন করেছে। তারা অন্যায় আইন-আদেশ মানছে। আপনাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’