আজ বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

নিজস্ব প্রতিবেদন :  আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই ২০২০ সালের আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অভিযান শুরু করবে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে হরমনপ্রীতের দল। কয়েকদিন আগে এই অস্ট্রেলিয়ার কাছেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। অতীত ভুলে বিশ্বকাপে নতুন করে শুরু করতে চাইছেন হ্যারি-স্মৃতিরা। 

Wow, Jemimah Rodrigues looks in some serious form ahead of the #T20WorldCup opener tonight

The way she holds the pose after some of these drives is  pic.twitter.com/YJ46rWK23b

— T20 World Cup (@T20WorldCup) February 21, 2020

#আজ কোথায় হবে ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটি?
ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটি হবে সিডনির শোগ্রাউন্ডে।
#কখন শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১:৩০টায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
#ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

আরও পড়ুন – ২০১৪ সালের ইংল্যান্ড সফরের প্রতিচ্ছবি! ব্যাডপ্যাচ চলছেই….বড় রান নেই বিরাটের ব্যাটে