এ যেনো ঘুমন্ত সত্তা থেকে সদ্য জন্ম নেয়া মহাকাল!
অতীত নয় বর্তমান নতুবা ভবিষ্যৎ
এ যেনো অনন্তকালের যাত্রা!
এ যেনো ষাট কী সত্তোরোর্ধ্ব- এক বৃদ্ধ পিতার রোদে পোড়া
জীর্ণ শরীর থেকে বেয়ে আসা রক্ত জল করা
স্ফটিকের মত স্বচ্ছ ঘামের কণা।

স্বপ্ন, তুমি এতো আত্মঘাতী হলে কেনো?
তোমাকে দেখার অপরাধে এমন প্রায়শ্চিত্ত করতে হবে?
তোমার জন্য ভুলে গিয়েছিলাম প্রিয়তমার প্রেম!
দুচোখে শিহরণ নিয়ে যখন সে হাতটি ধরতে চেয়েছিলো
আচমকা ঝড়ের বেগে তুমিই তো তাকে সরিয়ে দিলে!
এখন সে অনেক সুখে আছে আমাকে ছাড়া।

ঢাকার রাজপথে আজ আমি বারুদের গন্ধ শুঁকি।
এ যেনো ভালোবাসা বঞ্চিত এক অশরীরী।
গ্রহ নক্ষত্রের গতিবিধি আজ আর কোনো তোয়াক্কা করি না।
স্বপ্ন, তুমি আজ মিশে গেছো আমার অন্তরাত্মায়!