রোববার বিকেল ৫টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমানউল্লাহ আমানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পূর্ব মেড্ডার হাজী আয়েত আলীর ছেলে।
আহত আমানের ছোট ভাই এমদাদ উল্লাহ অভিযোগ করে বলেন, বেলা আড়াইটার দিকে পূর্ব মেড্ডা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে একই এলাকার হাজী জয়নাল মিয়ার ছেলে মোহাম্মদ জুনায়েদকে একটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে এলাকাবাসী। ওই সময় তারা প্রেমিক-প্রেমিকা বলে জানান। পরে উপস্থিত স্থানীয় লোকজন ছেলেটিকে বাড়িতে চলে যেতে বলে ও মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিতে আমার ভাই আমানকে বলেন।
তিনি আরো বলেন, মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে আমার ভাই জুনায়েদের বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন। এ সময় জুনায়েদ ও তার সহযোগীরা আমার ভাইকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মো. মাহফুজ বলেন, পূর্ব বিরোধের জেরে আমানউল্লাহ নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে বলে শুনেছি।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।