অনলাইন ডেস্ক :
ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে পা রাখেন মডেলিংয়ের জগতে।
অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে ‘ইশাক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবেদনময়ী এই অভিনেত্রীর বলিউড জীবন শুরু। তামিল ছবিতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন আমায়রা।
সেখানে ‘আনেগান’ ছবিতে তারকা অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে উঠতি এই সেলিব্রেটিকে।