সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ দিন যত ঘনিয়ে আসছে বরগুনার আমতলীতে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনা ততই দৃশ্যমান হচ্ছে।রং বে-রঙ্গের পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরের গোটা সংসদীয় এলাকা।সর্বত্র আলোচনা চলছে কে পাচ্ছেন বরগুনা-১ (আমতলী-তালতলী-সদর) আসনের আওয়ামীলীগের মনোনয়ন।
এ আসনে আওয়ামীলীগ থেকে নয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাধ শম্ভু,সাবেক সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও শিল্পপতি মোঃ মশিউর রহমান শিহাব।

বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান শুক্রবার পৌর শহরের একে স্কুল ও বাঁধঘাট চৌ-রাস্তাসহ বিভিন্ন এলাকায় শতাধিক কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করে নৌকায় ভোট চেয়েছেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহাজাদা আকন,পৌর কাউন্সিলর মোঃ মনিরুল ইসলাম পাহলান ও হারুন অর রশিদ ফকির প্রমুখ। এছাড়া শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে,আমতলী পৌর শহরের সর্বত্র তরুণ নেতা গোলাম সরোয়ার টুকুর রং বে-রংঙ্গের পোষ্টারে ছেয়ে গেছে।আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরগুনা-১ আসনে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিরলসভাবে কাজ করছেন।সাংসদের একান্ত প্রচেষ্টায় গত দশ বছরে রাস্তাঘাট,বিদ্যালয়, সাইক্লোন সেল্টার,ব্রীজ ও কালভার্ট নির্মাণসহ ব্যপক উন্নয়ন করেছেন।আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার আহবান জানান তিনি।