সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে আমতলী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বার্নাঢ্য র্যালী ও আলোচনা সভা।
শনিবার সকাল ১০ টায় আমতলী থানা থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনঃরায় থানার সামনে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি পুলিশিং এর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকরা অংশ নেয়।
সকাল সারে ১০ টায় থানা মিলনায়তনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য পৌর যুবলীগ সভাপতি এ্যাড. আরিফুল হাসান আরিফ, অপর সদস্য নাসির উদ্দিন, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী প্রমুখ।