পথে দেখা হলে যদি হাত না মিলাই, আমাকে দুর্বিনীত ভাববেন না, প্লিজ! মনে রাখবেন, সৌজন্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী!
আরেকটা কথা, সারা দুনিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা চালু হয়ে গেছে! স্কুল-কলেজ বন্ধ করা, পাবলিক গ্যাদারিং কমানো, ঘরে বসে কাজ করা উৎসাহিত করাসহ নানা রকম উদ্যোগ নেয়া হচ্ছে!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এনায়েত করিম