বিনোদন ডেস্ক :
নবাব পরিবারের কন্যা বলিউডে আলোচিত নাম সারা আলী খান। একসময় কানাঘুষো ছিল, অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করছেন সারা।
‘লাভ আজ কাল’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সারা ও কার্তিক। ছবির সেট থেকে শুরু তাদের সেই প্রেম বেশি দিন টেকেনি। প্রেম না থাকলেও বন্ধুত্বের সম্পর্কে ইতি টানেননি দুই তারকা।
গত রোববার মায়ানগরীতে বসেছিল মধু ও ইরা ত্রিবেদীর বিয়ের আসরে হাজির ছিলেন কার্তিক ও সারাও। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন কার্তিক।
সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করার পরেই সারা আলীকে পড়তে হয় এ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি। রাগ সামলাতে না পেরে সারা বলেন, আপনারা তাহলে কার্তিকের সঙ্গেই আমাকে বিয়েটা দিয়ে দেন।