দর্পণ ডেস্ক : আমি বাংলাদেশকে চিনি, বাংলাদেশকে ভালোবাসি বললেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে নৈশভোজে আসেন এই তারকা খেলোয়াড়। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী। নৈশভোজের ফাঁকেই তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশি শেফের হাতে পিৎজা খেয়ে ফটোসেশনের সময় কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, আই নো বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ।
অভিজাত রেস্টুরেন্টটির সেফ ইসমাইল হোসাইন রায়হান বলেন, ‘রোনালদোর আগমনে আমরা ব্যাপক নার্ভাস ছিলাম। কেননা তার সিকিউরিটি ও মুখে স্বাদ লাগানো ছিল আমাদের মুখ্য বিষয়। ঠিক রাত ৮টায় ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের রেস্টুরেন্টে প্রবেশ করেন। প্রথমেই তিনি পিৎজা খাবেন বলে সম্মতি প্রদান করলেও পরে আমি পিৎজা বানিয়ে তাকে খাওয়েছি।’
তিনি আরও বলেন, ‘রোনালদো নিজ কন্ঠে আমাদের গান শুনালেন। প্রায় ৫ ঘণ্টা মনে হলো জীবনের একটা অসাধারণ মুহূর্ত কাটালাম। খুব আনন্দের সঙ্গে খাওয়া শেষে ছবি তোলার সময় রোনালদোকে বললাম, “আমি বাংলাদেশি, আমাদের দেশে আপনার অসংখ্য ভক্ত আছে।” এ সময় তিনি বলেন, “আমি জানি। আমি বাংলাদেশকে ভালোবাসি। তোমরা খুবই পরিশ্রমী। শুভকামনা রইলো।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.