দর্পণ ডেস্ক : করোনায় আক্রান্ত মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। বিশেষ করে শুরুর তিন দিনের থেকে মাশরাফির শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তবে সোমবার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা করা হচ্ছে। এমনকি মাশরাফি নাকি হাসপাতালেও সিট পাচ্ছেন না। তবে মাশরাফি জানালেন, এটি স্রেফ গুজব।
আজ সোমবার নিজের অফিসিয়াল ফেসবুকে মাশরাফি জানালেন, তিনি সুস্থ আছেন। নিজের ফেসবুকে মাশরাফি লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’