দর্পণ ডেস্ক : শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দেয়। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে যান সমালোচকরা। এতে কিছুটা ত্যক্ত-বিরক্ত হয়ে ফেসবুক থেকে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্টও মুছে দেন পূজা। তারপরও থেমে নেই নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেরই মন্তব্য পূজার মার্কির ভিসা প্রাপ্তিতে ভূমিকা রয়েছে শাকিব খানের। এ নিয়ে শাকিবের সঙ্গে পূজার নাম জড়িয়ে অনেক গুঞ্জনও চাউর হয়।
তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন পূজা চেরি। নায়িকা স্পষ্টই জানালেন, তার আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই। শিল্পী হিসেবেই এই ভিসা পেয়েছেন তিনি।
শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। এই সিনেমার প্রচারণায় গিয়ে গণমাধ্যমকে পূজা বলেন, ‘যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.