দর্পণ ডেস্ক : উত্তর কোরিয়া দুটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে । গতকাল বুধবার এ ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালায় কোরিয়ান পিপল’স আর্মি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর জানায়।
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রাষ্ট্রের যুদ্ধ সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) মহাসচিব ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরাসরি পরিচালনা করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কোরিয়ান পিপল’স আর্মির কৌশলগত পারমাণবিক ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধকালীন পরিচালনা সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে জানায় পিয়ংইয়ং। এ সময় উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়।
এ সময় উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক কৌশলগত বাহিনীর আওতা আরও বাড়ানো দরকার বলেও মন্তব্য করেন কিন জং উন। যে কোনো সামরিক ও যুদ্ধকালীন সংকটে যাতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী এসব অস্ত্র ব্যবহার করতে পারে, সে বিষয়েও ইঙ্গিত দেন এ যুদ্ধংদেহী প্রেসিডেন্ট।