দর্পণ ডেস্ক : প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পাত্তাই দিলো না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করলো সোহান-আফিফরা।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেটে ১৩৭ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। একে একে আউট হন ওপেনার মোহাম্মেদ ওয়াসেম (১৮), চিরাগ শুরি (৫), চাকরা (৪) ও অরবিন্দ (২)। বাসিল হামিদকে নিয়ে ৯০ (৭২বলে) রানের জুটি গড়েন অধিনায়ক রিজওয়ান। বলের সাথে রান তোলার গতির সামঞ্জস্য না হওয়ায় পিছিয়ে পড়ে তারা। হামিদ ৪২ রানে আউট হলেও ৫১ রানে অপরাজিত ছিলেন। মোসাদ্দেক নেন ২ উইকেট।
এর আগে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। দুই জনে মিলে গড়েন ২৭ রানের জুটি। ১টি করে চার-ছয়ে ৯ বলে ১২ রান করে এলবিডব্লু হন সাব্বির। দারুন ছন্দ ছিলো ইনজুরি থেকে ফেরা লিটন কুমার দাসের ব্যাটে। মেহেদীকে নিয়ে গড়েন ৪১ (২৮ বলে) রানের জুটি।
ব্যক্তিগত ২৫ রানে আয়ান খানের শিকান হন লিটন। অর্ধশতক থেকে মাত্র চার রান দূরে থাকলে সাবির আলীর এলবিডব্লুর ফাঁদে পড়েন মিরাজ (৩৫ বলে ৪৬ রান)।
এরপর মোসাদ্দেক হোসেন (২৭) ও আফিফ হোসেনের (১৮) বিদায়ে বড় সংগ্রহের পথ থেকে ছিটকে যায়। শেষমেশ ৫ উইকেটে ১৬৯ রান করে টাইগাররা। ইয়াসির আলী ২১ ও নুরুল হাসান সোহান ১৯ রানে অপরাজিত ছিলেন। আমিরাতের আয়ান খান নেন দুই উইকেট।
এশিয়া কাপে ব্যর্থতার এই সিরিজ জয়, সিরিজ জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা হলে আত্মবিশ্বাসের রসদ জোগাড়ে বাংলাদেশের।